ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজ চলছে । সাইটটি ব্যবহারে অসুবিধার সম্মুখীন হলে আমরা আন্তরিকভাবে দুঃখিত !!



বাংলাদেশের সর্ববৃহৎ প্রকাশনা সংস্থা হিসেবে ‘ঐতিহ্য’ এখন একটি সুবিদিত নাম। সূচনালগ্ন থেকে আজ অবধি ঐতিহ্য তার নীতি আর আদর্শের প্রতি নিষ্ঠাবান থাকার চেষ্টা করে আসছে। সকল মত ও পথের প্রতি ঐতিহ্যের রয়েছে সমান সম্মান। ঐতিহ্য শুরু থেকেই নবীনপ্রবীণ লেখকের প্রতিনিধিত্বশীল রচনা প্রকাশে অগ্রণীর ভূমিকা পালন করে আসছে। সমকালীন সাহিত্য প্রকাশের পাশাপাশি বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারাবাহিকতাকে পাঠকের কাছে তুলে ধরতেও ঐতিহ্য সমান সচেষ্ট; আর এর মধ্য দিয়ে অতীত ও বর্তমানের সাহিত্যধারার সঙ্গে পাঠক লেখক গবেষকদের মধ্যে একটা সেতুবন্ধনের নিয়ামক হয়ে ওঠেছে ঐতিহ্য । আর তাই বাংলা প্রকাশনা-জগতে রচনাবলি প্রকাশের ক্ষেত্রে ঐতিহ্য এখন এক অনিবার্য নাম। লেখক-পাঠকের মধ্যে একটা দৃঢ় মেলবন্ধন ঘটাতে ঐতিহ্য বদ্ধ পরিকর। ঐতিহ্য তার পাঠক-চাহিদাকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে। পাঠকই ঐতিহ্যের প্রেরণা ও প্রাণ। মানুষের ভালোবাসায় সিক্ত ঐতিহ্য এখন বাংলাদেশে সর্বজনীন পাঠকের জন্য একটি প্রণিধান প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় রয়েছে ঐতিহ্যের প্রকাশনা। দেশ ও দেশের বাইরের বইমেলায় ঐতিহ্য অংশ নেয়; তবে ঐতিহ্য দেশের ভেতরে অনুষ্ঠিত বইমেলাকে অগ্রাধিকার দিয়ে থাকে। দেশে একক বইমেলার আয়োজক হিসেবে ঐতিহ্য অন্যতম। প্রতিবছর দেশের বিভিন্ন এলাকার পাঠাগার উন্নয়নের জন্য ঐতিহ্য প্রদান করে থাকে এক লক্ষ টাকার বই এবং নগদ ০০০ টাকার অনুদান। এছাড়া বই নিয়ে কাজ করেন এমন মানুষদের কৃতিত্বকে স্বীকৃতি দিতে ঐতিহ্য প্রবর্তন করেছে বুক ইনফ্ল‍ুয়েন্সার অ্যাওয়ার্ড।