নিজের জীবনকালে যে লেখক তার সমগ্র রচনাবলির প্রকাশ দেখে যেতে পারেন তার চেয়ে ভাগ্যবান আর কে? আল্লাহর রহমতে আমার সে সৌভাগ্যও হলাে। আমার রচনাবলির প্রথম খণ্ড প্রকাশিত হলাে।
যে বইটি দিয়ে প্রথম খণ্ড শুরু হচ্ছে সেটা আমার প্রথম রচনা না হলেও কবি বা লেখক জীবনেরই কৈশােরক চালচিত্র মাত্র। একজন কবির বেড়ে ওঠার কাহিনি যেভাবে বেড়ে উঠি। একসময় এই বইটি পাঠকের মধ্যে বেশ আলােড়ন তুলেছিল। যারা আমার রচনার ভক্ত তাঁরা এই বইটিকে বেশ একটু গুরুত্ব দিয়ে থাকেন। আর যারা আমার সহযাত্রী কবি বন্ধু এবং সমান বয়েসী তাদের বক্তব্য হলাে পঞ্চাশ দশকের বাংলাদেশের কবিদের একটাই আত্মজীবনী, আর তাহলো যেভাবে বেড়ে উঠি