রশীদ করীম বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাশিল্পীর নাম। তরুণ রশীদ করীমের গল্প পড়ে মুগ্ধ হয়েছিলেন বুদ্ধদেব বসু। তবে গল্পের চেয়ে তাঁর সিদ্ধি ঘটেছে উপন্যাসে। রশীদ করীমের 'উত্তম পুরুষ' উপন্যাস দেশভাগপূর্ব বাঙালি মুসলিম সমাজের বিশ্বস্ত দলিল। 'আমার যত গ্লানি' আর 'মায়ের কাছে উপন্যাস যেন মহান মুক্তিযুদ্ধের মহাকাব্যিক দলিল। সামাজিক বাস্তবতার পাশাপাশি তিনি কাজ করেছেন মানুষের হৃদয়-বাস্তবতা নিয়ে; তাঁর এমন একটি উপন্যাস 'প্রেম একটি লাল গোলাপ'- এর নাম তো পাঠকের মুখে মুখে ফিরে। কথাসাহিত্যের পাশাপাশি রশীদ করীম একজন বিশিষ্ট প্রাবন্ধিকও। রবীন্দ্রসংগীত থেকে ক্রিকেট বা টেনিস খেলার খুঁটিনাটি তাঁর প্রবন্ধে ওঠে আসে অনায়াসে। জীবনের শেষদিকে শারীরিক অসুস্থতার মধ্যে লিখেছেন আত্মজীবনী 'জীবন-মরণ'।
১৪ আগস্ট ২০২১ রশীদ করীমের ৯৬-তম জন্মবার্ষিকী স্মরণে 'ঐতিহ্য' ৫ খণ্ডে প্রকাশ করছে 'রশীদ করীম-রচনাবলি'। তাঁর জন্মশতবর্ষের প্রাক্কালে এই রচনাবলি পাঠকের কাছে হাজির করবে এক অসামান্য শব্দশিল্পীর সৃষ্টিসমগ্র।