উপমহাদেশের সর্বহারা শ্রেণির বিপ্লব-বিদ্রোহে এক আলোকবর্তিকার নাম কমরেড চারু মজুমদার। তাঁর হাত ধরেই শুরু হয়েছিলো ঐতিহাসিক নকশালবাড়ি কৃষক অভ্যুত্থান। বিপ্লবের দৃঢ় প্রত্যয় নিয়ে কমরেড চারু মজুমদার নকশালবাড়ি কৃষক অভ্যুত্থান বা ‘বসন্তের বজ্রনির্ঘোষ’ ঘোষণা করেছিলেন। চারু মজুমদারের সমুদয় রচনা নিয়ে ঐতিহ্য প্রকাশ করলো ২ খণ্ড চারু মজুমদার রচনাসমগ্র।
চারু মজুমদার (১৫ মে ১৯১৯ – ২৮ জুলাই ১৯৭২) ভারতের প্রখ্যাত কম্যুনিস্ট বিপ্লবী ও নকশালবাড়ি কৃষক আন্দোলনের নেতা ছিলেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) দলের অন্যতম প্রতিষ্ঠাতা ও দলটির প্রথম সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ছিলেন।
শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে ১৯৩৩ সালে মেট্রিক পাস করেন। অতঃপর পাবনা এডোয়ার্ড কলেজে আইএ ক্লাসে ভর্তি হন।[১] তারপরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।