বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি, লেখক ও সম্পাদক আবিদ আজাদ (১৬ নভেম্বর ১৯৫২-২২ মার্চ ২০০৫) ১৯৭৬ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ঘাসের ঘটনা’ প্রকাশের পর পাঠকের কাছে নন্দিত এবং সমালোচকদের কাছে প্রশংসিত হন। তাঁর কাব্যগ্রন্থগুলোর মধ্যে ‘আমার মন কেমন করে’, ‘বনতরুদের মর্ম’, ‘শীতের রচনাবলী’, ‘আবিদ আজাদের প্রেমের কবিতা’, ‘তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে, রেলগাড়ি থামে’, ‘আরো বেশি কুয়াশার দিকে’, ‘হাসপাতালে লেখা’ উল্লেখযোগ্য। একগুচ্ছ উপন্যাসের মধ্যে ‘এইবেলা’, ‘রূপকথা’ অন্যতম। আবিদ আজাদের কবিতাবিষয়ক সাড়াজাগানো স্মৃতিজৈবনিক গ্রন্থ ‘কবিতার স্বপ্ন’। তিনি ছিলেন সাহিত্যের বিখ্যাত ছোটকাগজ ‘শিল্পতরু’র সম্পাদক।