বাংলা সাতিহ্যের ক্ষণজীবী, কিন্তু কালজয়ী কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণ (১লা জানুয়ারি ১৯১৪ - ১৬ এপ্রিল ১৯৫১)। দেশবিদেশের পাঠকের কাছে ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের লেখক হিসেবে সমধিক পরিচিত হলেও ৩৭ বছরেরর স্বল্পায়ু জীবনে তিনি অনাগত পাঠকের জন্য রেখে গেছেন বহুমাত্রিক সব রচনা।