অসাধারণ সব লেখকের রচনাবলি প্রকাশের ধারাবাহিকতায় ঐতিহ্যের এবারের নিবেদন ‘৩ খণ্ড সুকুমার রায়-রচনাবলি।’ বাংলা সাহিত্যের বহুমাত্রিক লেখক সুকুমার রায়ের (১৮৮৭-১৯২৩) রচনাবলি সম্পাদনা করেছেন বিশিষ্ট লেখক-শিল্পী ধ্রুব এষ।
সুকুমার রায় বহু আগে প্রয়াত, কিন্তু পাঠকের পাঠে তিনি সদা-জীবিত যেন। শিশুকিশোর রচনায় হাসির জোগান দিয়ে সব বয়সী পাঠকের মনের মাঠে এখনও তিনি তৈরি করে চলেন হাসির ফোয়ারা। তার পরিবেশিত নির্দোষ রস যেমন বিমলানন্দের উৎস খুলে দেয় তেমনি সমাজের বিদ্যমান অসঙ্গতিও নির্দেশ করে।
তিনি বহুমাত্রিক বিচিত্র লেখক; ছড়া, নাটক, জীবনীমূলক রচনায় কয়েক প্রজন্মের পাঠকের কাছে তুলনারহিত জনপ্রিয়তার অধিকারী। সমকালীন সমাজের নিন্দামন্দ, তুচ্ছতাচ্ছিল্য আর কায়েমি স্বার্থের বিরুদ্ধে সুকুমার রায় নিরাপোষ; তাঁর একমাত্র দায় পাঠকের প্রতি। ছোটবড় সবাইকে সমান গুরুত্বে দেখা তাঁর সাহিত্যকর্মকে মহিমা দিয়েছে। অগণিত পাঠককে তাঁর সরলসুন্দর রচনার মধ্য দিয়ে অনায়াসে কঠিন সত্যের মুখোমুখি করতে পারাই সুকুমারের সেরা কৃতিত্ব।