রবীন্দ্র সৃজনের স্বাদ সাধারণ পাঠকদের হাতের নাগালে পৌঁছে দিতে ঐতিহ্য ১৪৬৫০ পৃষ্ঠার ১৮ খণ্ডে রবীন্দ্র-রচনাবলি প্রথম প্রকাশ করে ২০০৪ সালে। বিশ্বভারতী প্রকাশিত একত্রিংশ খণ্ডে অন্তর্ভুক্ত রচনাসমূহ নিয়েই সাজানো হয়েছিলো ১৮ খণ্ড ঐতিহ্য সংস্করণ। এই রচনাবলীতে খণ্ড বিন্যাসের ক্ষেত্রে বিশ্বভারতীর বিন্যাসরীতি অনুসরণ করা হয়েছিল।