জুলাই আন্দোলন নিয়ে এবার ২০২৫ সালে মেলায় প্রচুর বই প্রকাশিত হয়েছে। তাই এই বইটি যে খুব ব্যতিক্রম তা নয়, কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে যা দেখা যায় যে স্থানকালপাত্র, তারিখ ও নাম বাদে অনেক কিছু বিকৃত হয়ে যায়। ৩৬ জুলাই ২০২৪ বইটি ২০ জুলাই থেকে ৯ আগস্টের দিনপঞ্জি লেখকের ফোনে দিন অনুযায়ী রেকর্ড করার ফলাফল, ৭১ এর দিনগুলিতে জাহানারা ইমাম তার ডায়েরিতে দিনপঞ্জি লিপিবদ্ধ করেছিলেন, ৩৬ জুলাই বইটিতে লেখক একইভাবে ভয়েস মেসেজের মাধ্যমে দিনপঞ্জি লিপিবদ্ধ করেছেন আর সেখান থেকে বইটি লেখা হয়েছে। স্বজন হারানোর বেদনার ওভারডোজ, ঠান্ডা মাথায় মারণাস্ত্রের ব্যবহার, স্বৈরাচারদের লেজুড়বৃত্তি, স্বাধীনতাকামীদের বলিদান, অবোধ শিশুর মৃত্যু, রিকশার পা-দানিতে লাশ, ফ্রাঙ্কেস্টাইনদের ভাতের হোটেল, হেলমেট বাহিনীর কিরিচের কোপ, ৮ দফা থেকে ১ দফা পরিশেষে রানির পলায়নের সাথে যোগ হয়েছে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা, ইতিহাসের পুনরাবৃত্তি ও আন্দোলন পরবর্তী ঘটনার ফুটনোট-তাই পরিশেষে বলা যায় যে, ৩৬ জুলাই ২০২৪ ইতিহাস অবিকৃত রাখার একটি বিনীত প্রয়াসমাত্র।