উপন্যাসের শুরু ভৌতিক আবহ দিয়ে। ধনকুবের কন্যা অবর্তীর গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের পর গাজিপুরের রহস্যময় বিশাল রাজপ্রাসাদের মতাে শ্বশুরবাড়িতে কাটানাে সময়গুলাে জন্ম দেয় বিরাট রহস্যের। অবন্তী প্রতিনিয়ত নানা ঘটনার সম্মুখিন হয় যেগুলাের কোনাে ব্যাখ্যা সে পায় না। তার ওপর ভয় আর মানসিক চাপ তাকে আস্তে আস্তে কাবু করে ফেলে। সবচেয়ে বড়। রহস্যটিই তার স্বামী। যাকে অবন্তী বুঝতে পারে না কিছুতেই। এত আলােছায়ার খেলা কে খেলছে তার সাথে? ভূত? জিন? পিশাচ? নাকি রহস্যময় স্বামী আশফাকের অন্য কোনাে রূপ? সাথে আশেপাশের অতি বিচিত্র চরিত্রগুলাে একেক পর এক মাকড়সার মতাে জাল বুনে যাচ্ছে।<br>