ষাট দশকে শংখপাড় থেকে একজন অনতিতরুণ বন্দর নগর চট্টগ্রামের এসে একাত্তর পূর্ব গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এটা তার জীবনের সেলিব্রেশন। অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট সমাজে সমতা প্রতিষ্ঠার কথা 'বৈজ্ঞানিক সমাজতন্ত্রী' নামে এক যৌবন জলতরঙ্গ ঢেউ তুলেছিল। জেল-জুলুম, হাতে পায়ে গ্রেনেডের ক্ষত নিয়ে এই মুভমেন্টের একটা ইতিহাস রচনা করেছেন। অন্তরে ছিল প্রলেতারিয়েতের নিরন্তর ক্রন্দন।
বাইরে রিজিকের টানে কর্পোরেট পারসোনালিটির করাত-কাটা জীবন। বহুমাত্রিক লেখা, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি আন্দোলনের চালচিত্র উঠে এসেছে। বিশেষ করে শতবর্ষী এপেক্স ট্রেডবডি চিটাগাং চেম্বার অ্যান্ড কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিবালয়ে তিন দশক কাজ করার কারণে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রতিষ্ঠাসহ প্রাইভেট সেক্টর তথা অর্থনৈতিক বিকাশের দুই শতাব্দীর চিত্র ধরা পড়েছে।
অমিত আবেগে মোগল অশ্বারোহী স্বাপ্নিক। গ্রন্থের মূল ন্যারেটিভ হচ্ছে একজন অরফ্যান ও মুদ্রাহীনকে অনওয়ার্ড স্ট্রাভেলিং-এর মধ্যে ফিনিক্স পাখির মতো বারবার উঠে দাঁড়াতে হয়েছে। তবুও তিনি কৃতী নন। 'আমি অকৃতী অধম' তার বেদনার বয়ান