বইতে সদ্য স্বাধীন দেশের অর্থ মন্ত্রণলায়ের দিনগুলাে সম্পর্কে লিখিত তখনকার সময়ে দেশের আর্থিক অবস্থা ও ব্যবস্থাপনার কিছু বিবরণ পাঠক পাবেন। এসব এখনকার পাঠকদের বিস্মিত করতে পারে। সারা বইতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশকিছু এনেকডােট সম্পর্কে একই কথা প্রযােজ্য। ঐ সময়ে আমলাতন্ত্র অনেক ভালাে অবস্থানে ছিল, অনেকে অবদান রেখেছেন। তাই বলে সবাই দক্ষ ও সিরিয়াস ছিলেন, এমনটা নয়। বেশ কম বেতন পেয়েও অনেকে সততা বিসর্জন দেননি, এটা সত্য। তাদের জীবনযাত্রার মান জানলে কেউ কেউ এখন অবাক হবেন, ধারণা করি জুন মাসে এনবিআর চেয়ারম্যানকে গরম স্যুট পরে বিশ্বব্যাংকের জন্য আয়ােজিত ডিনারে রাষ্ট্রীয় অতিথি ভবনে যােগদান করতে দেখেছি।