জহির রায়হান বিষয়ে তাঁর ঘনিষ্ঠজন অর্থাৎ এদেশের সাহিত্য, সংস্কৃতি বিশেষ করে চলচ্চিত্র-জগতের গুণী ব্যক্তিত্ব এবং তাঁর পরিবারের দু-একজন সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বইটিতে। সেই সাক্ষাৎকারগুচ্ছের সংকলনই এই বই আপনজনদের স্মৃতিতে জহির রায়হান।
জহির রায়হানকে জানতে এই বই বিশেষ সহায়ক হবে। সংকলনে যাঁদের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত হয়েছে—তাঁদের অনেকেই আজ বেঁচে নেই, প্রয়াত সেইসব গুণীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।