ইতিহাস সমৃদ্ধ প্রাচীন নগরী ঢাকা। তৎকালীন সাতটি ওয়ার্ডে বিভক্ত ঢাকাকে প্রত্যেক ওয়ার্ডের আলাদা আলাদা ভৌগোলিক বিবরণ, জনসংখ্যা, নগরবাসীর ভাষা এবং কবরস্থানের ইতিবৃত্ত লিপিবদ্ধ করা হয়েছে এই গ্রন্থে। এ ছাড়াও ঢাকার পার্শ্ববর্তী তেজগাঁও, ফতুল্লা ও নারায়ণগঞ্জ থানার মাজার ও কবরসমূহের ইতিহাস তুলে ধরা হয় এখানে। গ্রন্থের শেষভাগে একটি অধ্যায়ে শিয়া মতালম্বীদের গোরস্তানগুলোর বৃত্তান্ত তুলে ধরেন লেখক। প্রায় দুইশ মাজার ও কবর সম্পর্কিত তথ্যাদি সন্নিবিষ্ট রয়েছে বইটিতে।
ঢাকার বুকে ও তার আশেপাশে সমাহিত ওলামা, পীর-আউলিয়া ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী বইটি।