চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে নিজেকে আত্মোৎসর্গ করে দিয়েছেন অসংখ্য দিনমজুর বাবার ছেলে, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে হাসিমুখে জীবন বিলিয়ে দিয়েছেন অসংখ্য চাকরিজীবী, রিকশাচালক, গার্মেন্টস শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। বাসাবাড়ির ছাদে কিংবা বারান্দায়ও ঝরেছে শিশু-কিশোরের জীবন। বাবা-মায়ের বাধা উপেক্ষা করে আন্দোলনে এসে প্রাণ দিতে হলো কয়েকজন নারীকেও। যাদের পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তাদের নাম ব্যতীত মানুষের অজানা রয়ে গেছে শত শত তরুণের আত্মত্যাগের গল্প। বিভিন্ন অংশীজন সমাজের ২৪ জনের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে। ভবিষ্যতে তা সিরিজ হতে পারে। কীসের তাগিদে তারা রাস্তায় বেরিয়ে এসেছিলেন, কীভাবে সম্পৃক্ত হলেন আন্দোলনের সাথে, কীভাবে ঝরল তাদের প্রাণ, এমনকি পরিবারের সদস্যদের সাথে শেষ দিনগুলোতে আন্দোলন নিয়ে কী কথাবার্তা হয়েছিল তাদের...