বাংলা সাহিত্যের কবি ও কবিতা সম্পর্কে শুরু করে সৈয়দ মবনুর দীর্ঘ পাঠের নির্যাস—‘বাংলা সাহিত্যের কবি ও কবিতা’ শীর্ষক। এখানে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ থেকে আধুনিক যুগের প্রায় শেষ পর্যন্ত কবিতার একটি ক্রমধারা ফুটে উঠেছে; যা পাঠকদের বাংলা কবিতার সাথে অন্যভাষার—বিশেষ করে হিন্দি, উর্দু ও ইংরেজি কবিতার তুলনা করতে সহায়তা করবে।
লেখক সৈয়দ মবনু বাংলা কবিতায় যুগে যুগে নেয়া বাঁক, রীতি ও ধরনের ক্রমবিবর্তনের ব্যাখ্যা করেছেন দারুণ মুন্সিয়ানা ও স্বকীয়তা বজায় রেখে—যা সাহিত্যপ্রেমী পাঠকদের কাছে তৈরি হবে বইটির বাড়তি উপযোগ। গ্রন্থটির আরেকটি অনন্য দিক হলো—এতে কবিতার পাশাপাশি আলোচনা হয়েছে কবিদের ব্যক্তিগত জীবনের গল্প ও কবিতাগুলোর শানেনুযুল। ফলে, বইটি বাংলা কাব্যের একটি রেফারেন্স গ্রন্থের মর্যাদা লাভ করবে বলে আমরা প্রত্যয় রাখি।