বাইয়াত- আত্মশুদ্ধির লক্ষ্যে হাজার বছরধরে প্রচলিত ইসলামিক প্রাচীন একটি সুন্নাহ। কুরআন ও হাদিসে পাকে বাইয়াতের বিষয়ে অসংখ্য বর্ননা-নির্দেশনা এসেছে। পূববর্তী বুজুর্গগণের মতে বাইয়াত গ্রহণ করা ফরজে আইন বা ব্যাক্তিগতভাবে ফরজ। কারণ, আত্মশুদ্ধি ব্যতীত আল্লাহর নৈকট্যার্জন করা সম্ভব নয় এবং বাইয়াত গ্রহণ ব্যতীত প্রকৃত আত্মশুদ্ধিও সম্ভব নয়। যে কোন একটি বিষয়ে জ্ঞানর্জন করতে হলে উক্ত বিষয়ের সাথে সম্পর্কিত ব্যক্তিদের নিকট থেকেই জ্ঞান আহরণ করতে হয়। মেনে চলতে হয় কিছু নিয়ম-নীতি। আত্মশুদ্ধির জন্যও রয়েছে কিছু নিয়ম-নীতি। যা জানা এবং মানা আত্মশুদ্ধির পথিকের জন্য আবশ্যক। হাজার বছরধরে প্রচলিত থাকলেও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাইয়াতের প্রকৃত সিলসিলা। বাইয়াত সম্পর্কে এযুগের লোকজনের ধারণা খুবই ক্ষীণ এবং বর্তমান সময়ে বাইয়াত সম্পর্কিত গ্রন্থও বিরল। গ্রন্থটি পাঠে জানা যাবে আত্মশুদ্ধি অর্জন ও বাইয়াতের বিভিন্ন বিষয় ।
পীরজাদা কাজী মোহাম্মদ রিদওয়ানুল মোস্তফাসর্বমোট বইঃ 1 টি
পীরজাদা কাজী মোহাম্মদ রিদওয়ানুল মোস্তফা এর সেরা বইগুলো এখনই অর্ডার করুন। কম মূল্যে প্রিয় লেখকের বই সংগ্রহ করুন এবং তার চিন্তাভাবনা ও লেখার গভীরতা উপভোগ করুন!