বাংলা ধ্রুপদি সাহিত্যের দীপ্তিমান নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সামগ্রিক রচনা (কবিতা, গান, উপন্যাস, গল্প, ইত্যাদি) সম্পর্কে আমরা সবাই কমবেশি অবগত। চিত্রকলায়ও তাঁর নিপুণ অঙ্কনশৈলী আমাদের আপ্লুত করে। বহুবিধ প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল ভ্রমণ পিপাসা এবং পরবর্তীতে ভ্রমণ অভিজ্ঞতাকে ভ্রমণসাহিত্য হিসাবে বাংলা সাহিত্যে সংযোজন করেন। ১৮৭৮ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত তিনি বিশ্বের প্রায় ৩০টিরও অধিক দেশ ভ্রমণ করেছেন এবং প্রতিটি দেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও মানুষের জীবনযাত্রাকে তুলে এনেছেন তার লেখাতে।