জোসেফ মিশেল। তার সাথে জো গুল্ড। দুজনেই সেরা কল্পকাহিনি লেখক। জো গােল্ড রাইটার্স বকে ভুগছিলেন। কিন্তু সেটি আড়াল করার জন্য বলতে শুরু করেন ‘ওরাল হিস্টোরি’ হচ্ছে সবধরনের ইতিহাসের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু লুকিয়ে তিনি ডায়েরি লিখতেন প্রতিদিন। জোসেফ মিশেল একদিন সেই ডায়েরিটি পেয়ে যান। তিনি জো গুল্ডকে নিয়ে একটি বই লিখে ফেলেন। নাম, ‘জো গুল্ড’স সিক্রেট'। এ বইতে জো গুল্ডের জীবনী উঠে আসে। এ বই থেকে জানা যায়, জো গুল্ড আসলে ওরাল হিস্টোরি বলে কিছু লেখেনইনি কখনাে। তিনি যা লিখেছেন তা শুধুই তার প্রতিদিনকার রুটিন। কখন ঘুম থেকে উঠতেন, কী নাস্তা করতেন, আর কী কী করতেন এমনকি সেক্সের বিষয়ও। এ বইটি ছিল ৯ কোটি শব্দের। তাে এই একটি বইই লিখে বিখ্যাত হয়ে উঠেন জোসেফ মিশেল। এরপর আর একটি বই ছাড়া লিখতে পারেননি। জোসেফ মিশেল ১৯৯২ সালে ওয়াশিংটন পােস্টকে বলেছিলেন, “জো গুল্ডের সাথে এত বছর কথা বলতে বলতে একভাবে সে আর আমি একই ব্যক্তি হয়ে গেছি।”