মানিক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ ও ব্যতিক্রমী গল্পগ্রন্থ ‘বৌ’।
বইটিতে বিভিন্ন পেশাজীবীর বউদের যাপিত সাংসারিক জীবনের দ্বন্দ্ব, জটিলতা ও সংসার টিকিয়ে রাখার ছলা-কলা গল্পচ্ছলে তুলে ধরা হয়েছে। চিরায়ত গ্রামীণ সমাজের বউদের বাস্তবরূপ যেন প্রতিফলিত হয়েছে বইটিতে।