দ্বিতীয়বারের মতো প্রকাশ পাচ্ছে ঐতিহ্য ঈদ সংকলন ‘চানরাত’। এবার অমর একুশে বইমেলা ২০২৫-এর পরপর পবিত্র রমজান মাস শুরু হওয়ায় প্রত্যাশিত সময়ের চেয়ে একটু বেশিই লেগে গেল পাঠকের দরবার পর্যন্ত ‘চানরাত’ পৌঁছুতে। তবে আমরা মনে করি গুণেমানে এবারের ‘চানরাত’ এতটাই ঋদ্ধ হয়েছে যে তা শুধু ঈদ মৌসুমে নয় বরং সারাবছর সংর¶ণযোগ্য একটি সংকলনে রূপ নিয়েছে। আমরা এজন্য ‘চানরাত ২০২৫’-এর সম্মানিত লেখকদের কাছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাঁরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত তাঁদের মূল্যবান লেখা দিয়েছেন।
‘চানরাত’-এর এই আয়োজনের দ্বিতীয়ভাগে যুক্ত হলো শিশু-কিশোরদের জন্য ঐতিহ্যের ঈদ-উপহার ‘ছোটদের চানরাত’। আজকের শিশু-কিশোররাই আমাদের আগামীর বাংলাদেশের নির্মাতা। তাই তারা যেন শিল্পসাহিত্যের সংস্পর্শে উন্নত মননে বেড়ে ওঠেÑ সেটাই আমাদের চাওয়া।
এবারের ঈদ সবার ভালো কাটুক। দেশ ও বিশ্বের প্রতিটি মানুষের ঘরে ও মনের কোণে পৌঁছে যাক ঈদের আনন্দ-সওগাত। সবাইকে জানাই ঈদ মোবারক।
আরিফুর রহমান নাইম এর অনুপ্রেরণামূলক গল্প ও সাহিত্য থেকে আপনার প্রিয় বইটি কিনুন। তার সৃজনশীল লেখার গভীরতা ও বিশ্লেষণ আপনাকে মুগ্ধ করবে, আজই সংগ্রহ করুন!