ফিলিস্তিন অনেকদিন থেকেই তাদের ভূখণ্ডের জন্য যুদ্ধ করছে। মুক্তিকামী ফিলিস্তিন তাদের ভূখণ্ডের জন্য বোমারু বিমান, জাহাজ আর ট্যাংকের বিপরীতে শুধু গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা শহিদ হচ্ছেন ঝাঁকে ঝাঁকে, তবুও নিজের ‘চারণভূমি’কে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নন। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের এই আত্মত্যাগের সংগ্রাম নিয়েই প্রখ্যাত কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাইয়ের নতুন উপন্যাস—চারণভূমি। বর্বরোচিত ইসরায়েলের হামলার শিকার হয়ে কীভাবে একের পর এক শহিদ হচ্ছেন ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশু, তার করুণ চিত্র লেখক তুলে ধরেছেন এই উপন্যাসে।