মহাবিশ্ব কী ? কখন এবং কীভাবে এর উদ্ভব ঘটেছিল ? এর ব্যাপ্তিই বা কতটুকু ? প্রাণের উৎপত্তি ও বিবর্তন প্রক্রিয়াটি কিরূপ? সেই প্রক্রিয়ায় পৃথিবী কি পেয়েছিল কোনাে বিশেষ সুবিধা ?
এসব প্রশ্ন আজও মানুষকে জোগায় কল্পনার প্রণােদনা, বৈজ্ঞানিক অর্জনের জন্য দেয় অপার উদ্যম। ভােলােকের বিস্ময়, বহির্জাগতিক বুদ্ধিসত্তা—এসব গভীর বৈজ্ঞানিক ভাবনা দ্বারা আলােকিত হয় মানুষের দার্শনিক প্রজ্ঞা।
কার্ল সাগান 'কসমস' গ্রন্থে যেন গল্পের ছলে তার অসাধারণ অন্তর্দৃষ্টি দ্বারা উন্মােচিত করেছেন এই প্রশ্নগুলাের জটিল গ্রন্থিকে। আমরা মুগ্ধ বিস্ময়ে অনুভব করি সেই মহাজাগতিক গল্পের বিস্তার। উল্লেখ্য, বিগত শতাব্দীর আশির দশকে প্রচারিত ‘কসমস' নামে টেলিভিশন ধারাবাহিকটি উপভােগ করেছেন ৬০টি দেশের প্রায় ২০০ মিলিয়ন দর্শক।