আজকালকার গল্পে বা উপন্যাসে বেশির ভাগ লেখকই যেন বিষয় হাতড়ে মরেন। তার ফলে আমাদের সামনে কেবল হাজির হয় মধ্যবিত্ত-জীবন পর্যবেক্ষণের নামে লেখকদের ব্যক্তিক সব অনুভূতির প্রকাশ। মধ্যবিত্তের আশা-আকাঙ্ক্ষার গল্প তাই আমাদের শোনা হয় না, আমরা কেবল কিছু রোমান্টিক কচকচানিই দেখতে পাই। জিয়া হাশান এখানেই ব্যতিক্রম ধারার একজন সৈনিক বলে বিবেচিত। তাঁর গল্পে কেবল মধ্যবিত্তের জীবনই আমরা দেখি না বরং সেখানে ঢুকে আছে বাংলাদেশের বৃহৎ জীবন।
গতিময় গদ্যে লেখা বৈচিত্র্যময় কাহিনির চারটি গল্পের এই বই 'দুপুরের পাড়ে পুকুরে আড়ে'।