এক অপচয়িত প্রতিভার নাম ডিলান টমাস। প্রতিনিয়ত তিনি নিজেকে ধ্বংসের দিকে দ্রæতগতিতে এগিয়ে নিয়ে গেছেন। তাঁর এই নিজেকে ধ্বংস করার প্রক্রিয়াকে ডিলান-বান্ধব মার্কিন লেখক অধ্যাপক ডোনাল্ড হলের কাছে ‘প্রকাশ্য আত্মহনন’ বলেই মনে হয়েছে। ডিলানের সহকবি আর্চিবল্ড ম্যাকলিশ একদা ডিলানকে জিজ্ঞেস করেছিলেন, ‘জীবনের বাকি পঁয়ত্রিশ বছর কী করবে?’ ডিলান নির্দ্বিধায় জবাব দিয়েছিলেন, ‘কবিতা লিখব, রমণী রমণ করব এবং বন্ধু-বান্ধবকে ল্যাং মারব!’