এই আমি নই, সেই বিহবল আমি হৃদয় ও মন পাল্টে নিয়েছি, সময়ের ক্ষার-সাবানমেখে গা-গতর ঘষে-মেজে নিয়েছি প্রতিদিন ভোরের কুয়াশা মাখি শীত-রৌদ্রের মিশেলে যে যেভাবে দ্যাখে আমায়, আমিও তাদের চোখের তারায় দাঁড়াতে শিখেছি
দিলারা হাফিজ এর সেরা বইগুলো এখনই অর্ডার করুন। কম মূল্যে প্রিয় লেখকের বই সংগ্রহ করুন এবং তার লেখা থেকে নতুন জ্ঞান ও অনুপ্রেরণা লাভ করুন! আজই সংগ্রহ করুন।