বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের বর্ণাঢ্য জীবন ও সৃষ্টিকর্ম বিষয়ক আলোচনায় খুরশীদ আলম বাবুর 'ফররুখ আহমদের কাব্যচেতনা' বইটি একটি নবতর সংযোজন।
এই বইয়ে গবেষক নিপুণ নিষ্ঠায় কবি ফররুখের মানসজগৎ এবং শিল্পচৈতন্য ধারাবাহিক আলোচনায় তুলে ধরেছেন।
গবেষকের গহন-গভীর বিশ্লেষণে কবি ফররুখের কবিতাশৈলী বাংলা ও বিশ্বসাহিত্যের তুলনামূলক আলোচনায় উদ্ভাসিত করেছেন, যা গবেষক ও পাঠকের প্রিয়তা পাবে নিঃসন্দেহে।