সত্যেন সেনের স্বতন্ত্রধারার গ্রন্থ গ্রামবাংলার পথে পথে। সত্যানুসন্ধানের তথ্য সংগ্রহের জন্য তিনি ঘুরে বেড়িয়েছেন বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের সংগ্রাম সেই সঙ্গে অত্যাচারী জমিদার, জোতদারদের নিপিড়ন দেখেছেন। তা তিনি প্রকাশ করেছেন সাহিত্যের ভাষায়। যা হয়েছে উঠেছে কালজয়ী সাহিত্যবিশেষ।
সত্যেন সেন এর চমৎকার সাহিত্য আপনাকে নতুন দৃষ্টিকোণ দেখাবে। তার সেরা বইগুলো এখনই অর্ডার করুন এবং ডিস্কাউন্টে সংগ্রহ করুন, পাঠক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করুন।