'যান্ত্রিক চিন্তার নোট' প্রকৃতপক্ষে একজন যান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত মানুষের খণ্ড খণ্ড ভাবনা ও অভিজ্ঞতার সংকলন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষের যন্ত্রসংশ্লিষ্টতার নানা দিক নিয়ে আমাদের গভীর চিন্তাভাবনার সুযোগ রয়েছে। আমার মনে হয়, প্রযুক্তির ক্রম আগ্রাসী সংস্পর্শে মানুষ আর যন্ত্রের সীমানাটা দিন দিন ফিকে হয়ে আসছে। যন্ত্র-অভ্যস্ততায় মানুষের বিষণ্ণতা, সেবার সহজলভ্যতা, নয়া সংঘাত, মেরুকৃত রাজনীতি এক নতুন বাস্তবতার মুখোমুখি করছে আমাদের। এসব বিবেচনায় যান্ত্রিক চিন্তার নোট থেকে পাঠক প্রচলিত যান্ত্রিকতাকেই একটু যাচাই করে দেখার সুযোগ পাবেন নতুনভাবে।