একটি ছোট বই হলেও এর গুরুত্ব বেশ। এখনও জৈন ধর্মের বিস্তৃত বিষয়ের অনেককিছুই বিশ্বের জনগণ এমনকি পশ্চিমের পণ্ডিতরাও অবগত নন। এর একটা মূল কারণ এর অনেক লেখাই বিদেশি ভাষাগুলোতে অনূদিত হয়নি। এছাড়া জৈন ধর্মের অনেক টেকস্ট এখনও সংস্কৃত ও প্রাকৃত ভাষা থেকে অনুবাদ করা সম্ভবও হয়নি। ধর্মটি বৌদ্ধ ধর্মের চেয়েও প্রাচীন। অনেক কিছু অনুবাদ যা হয়েছে তাও সবসময় নির্ভরযোগ্য নয়। অনেক ভুল ইংরেজি নিয়ে জৈনরা আপত্তিও তুলেছেন। আর প্রাকৃত ভাষাতে বিশেষজ্ঞও এখন পৃথিবীতে খুবই কম। অন্যদিকে বাংলা ভাষাতেও জৈন ধর্মের উপর খুব বেশি বই দেখা যায় না।
এই বইটি লেখার সময় সরাসরি জৈন ধর্মাবলম্বীদের সাথে আলোচনা করা হয়েছে। তাঁরা অনেক ভুলত্রুটি এড়াতে আমাকে সাহায্য করেছেন। যে বাংলা পত্রিকা ও যে ইংরেজি জার্নালে লেখাগুলো আগে ছাপা হয়েছে, সেগুলোও জৈন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠানগুলোরই অন্তর্গত ও সরাসরি পৃষ্টপোষকতাপ্রাপ্ত।