৩৬ জুলাই ২০২৪। তখনো কেউ শিউর না হাসিনা কি সত্যি পালিয়েছে কি না। আমরা প্রচণ্ড কনফিউশন নিয়ে স্ক্রিনের সাথে লেগে আছি! এর মধ্যে হোয়াটস্অ্যাপে নাদিয়ার ভিডিও মেসেজ আসল। ভিডিওতে দেখি ওর এক পায়ে জুতা আছে, আরেক পায়ে নাই! নাদিয়ার এক পায়ের জুতা ভিড়ে হারিয়ে গেছে। এই অবস্থাতেই নাদিয়া ভিড়ের সাথে বিজয়মিছিলে হাঁটছে, খুশিতে দৌড়াচ্ছে!
এদিকে সিডনিতে মিষ্টির দোকানগুলোতে মিষ্টি শেষ! আমি তখনো বিশ্বাস করতে পারছিলাম না বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ সত্যি সত্যি শেষ হয়েছে! স্বাধীনতা আসলেই এসেছে! এই বই জুলাইয়ের সেই অবিশ্বাস্য দিনগুলোতে আমাদের অনলাইন একটিভিজমের গল্প। এই বই সেই সময়ের গল্প যখন দেশ স্বাধীন হলে মানুষ খুশিতে এক পায়ে জুতা নিয়েই বিজয় মিছিলে দৌড়ায়!