নজরুলের সুস্থাবস্থায় যাঁরা তাঁর সঙ্গে মিশেছেন কেউ দেখেছেন, গান গেয়েছেন কেউ, কেউ সুরারোপ করেছেন, কেউ তার শিষ্যত্ব করেছেন, কবি-গায়ক-সুরকার- সংগীতজ্ঞ; অথবা যারা নজরুলের মৃত্যুর পরে নজরুল-চর্চা-গবেষণা-সংগঠন করেছেন : এককথায় যারা নজরুল-নিবেদিত, এমন বহু গুণী ব্যক্তিত্বের সাক্ষাৎকারের মাল্য এই গ্রন্থখানি।