প্রভু, তুমি আশীর্বাদ করো সকল মানুষকে, যারা বন্ধনের শৃঙ্খল ছিঁড়েছে, যারা আগ্রাসনের বর্বরতাকে প্রতিরোধ করেছে, যাদের স্বেদবিন্দুর রক্তকণিকা সৃষ্টির ফাল্গুনে কৃষ্ণচূড়ার মতো ফুটে উঠেছে। হে প্রসন্ন, তুমি করুণাধারায় বর্ষিত হও যেন ফল্গুধারার প্রবাহে আমরা অবগাহন করতে পারি। হে দীপ্তিমান, তুমি আমাদের শক্তি দাও যেন আমরা উষ্ণ-করতলে পলিমাটিকে ধারণ করতে পারি।