এই বইয়ে বাংলা কবিতার প্রকৃত সৌন্দর্য সন্ধানে লেখক নন্দনতাত্ত্বিক দুরুহ আলোচনা থেকে শুরু করে আমাদের সাম্প্রতিক কবিতাপ্রবণতা সনাক্তেও মনোযোগ দিয়েছেন। গ্রন্থভুক্ত প্রবন্ধসমূহ হয়ে উঠেছে কবিতা অনুভাবন ও আস্বাদনের এক নিবিড় সন্দর্ভ। এই প্রবন্ধগুলো মূলত কবিতার সেই সব পাঠক ও পাঠিকার উদ্দেশ্যে লেখা যারা কবিতার বহুবিধ প্রশ্নে পৌঁছাতে চান কবিতার কাছে, কবিতার দেহ ও মনে চান অনুপ্রবেশের কোনো একটি মাধ্যম। তার জন্যে হতে পারে এই গ্রন্থ অন্ধকার পথের এক টুকরো মশাল।