প্রখ্যাত প্রাবন্ধিক-গবেষক-অনুবাদক সিরাজুল ইসলাম চৌধুরীর কথাসাহিত্যিক পরিচয় অনেকেরই অজানা। কিন্তু তাঁর সাহিত্যিক সূচনাপর্বে তিনি স্মরণীয় কিছু গল্প লিখেছেন। গল্পগ্রন্থ ‘ভালমানুষের জগৎ’ শুধু সুধী সমালোচকদের মনোযোগই পায়নি, একই সঙ্গে পাঠকের কাছেও আদৃত হয়েছে; নয়তো বইটির তিনটি সংস্করণ প্রকাশিত হওয়ার কথা না। ‘ঐতিহ্য’ আজ থেকে কুড়ি বছর আগে প্রকাশ করেছিল সিরাজুল ইসলাম চৌধুরীর প্রথম উপন্যাস ‘শেষ নেই’। এর পর প্রকাশিত হয় তাঁর আরও একটি উপন্যাস ‘কণার অনিশ্চিত যাত্রা’।
সিরাজুল ইসলাম চৌধুরীর কথাসাহিত্যিক রচনা বৈশিষ্ট্যপূর্ণ। তাঁর গল্প ও উপন্যাসে সময় আছে, সমাজ আছে আর আছে মানুষের ভাঙন-টানাপোড়েন ও উজ্জীবন। ভাষিক সৌন্দর্যেও এসব রচনা অনন্য। বাংলা সাহিত্যের খ্যাতিমান প্রাবন্ধিকের গল্প-উপন্যাস বক্তব্যের ভার বহন করে না হয়তো কিন্তু তাই বলে বক্তব্যহীনও নয়। মোটকথা, তাঁর কথাসাহিত্যিক রচনায় ভ্রমণ পাঠকের জন্য একটা বিশেষ অভিজ্ঞতা।