যেই ছেলে এখনো আপনি থেকে তুমিতে নামতে পারে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
'ফয়সাল দেখল সত্যি সত্যি ম্যাডাম চলে যাচ্ছেন। দৌড়ে এসে ম্যাডামের হাত ধরে সে। আবেগভরা কণ্ঠে বলে, 'আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আছি। যদি ঘুম ভেঙে দেখি এটা মিথ্যা, তাহলে সত্যিই মরে যাব আমি।'
'এটা মিথ্যা নয়। তুমি আমাকে জয় করে নিয়েছ। তোমার ভালোবাসার কাছে আমার সব অহংকার চূর্ণ হয়ে গেছে।'
লাবণীর কথা শুনে আবেগে তাকে জড়িয়ে ধরে ফয়সাল। লাবণীও ফয়সালের বুকে নিজেকে নিবিড় করে সঁপে দেয়...