তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ বাঙালি জাতির আত্মকথারই একটি অবিস্মরণীয় অধ্যায় । দুঃখের, অপমানের, লজ্জার । সেই বিষাদসিন্ধুর কথা ভুলে গেলে ক্ষুধা এবং মহামারিতে মৃত ত্রিশ লক্ষ নারী পুরুষ শিশুর প্রতি বিশ্বাসঘাতকতা করা হয় । অপমান করা হয় সেদিনের বাঙালি কবি লেখক শিল্পীদের স্মৃতিকেও।
লঙ্গরখানা সংকলনগ্রন্থের আঠারোটি গল্প তেরোশো পঞ্চাশের মন্বন্তরের করুণ স্মারকই শুধু নয় বরং দেশে দেশে, কালে কালে 'দুর্ভিক্ষ' নামের মানব-বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদনামা ।