যে মহৎ, যে বড়, তাকে প্রশংসার লোভ না করেই বড় ও মহৎ হতে হবে। জাতির মধ্যে যখন বড় চরিত্র ও উন্নত জীবনের অভাব পরিলক্ষিত হয়, তখন জাতির দুরবস্থার কথা ভেবে দীর্ঘনিশ্বাস ফেলতে হয়। কতকগুলো কাপুরুষ, মূর্খ ও হীন মনুষ্যের জীবন জাতির দেহে শক্তি সঞ্চার করতে সক্ষম নয়। জাতির শক্তির পরিচয় পাওয়া যাবে কখন, যখন তার সন্তানগুলো মহত্ত্বকে সম্মান করতে শিখবে, যখন তারা ন্যায় ও সত্যকে সমাদর করতে জানবে।