মোল্লা নাসিরুদ্দীনের মতো বিশ্ববিখ্যাত পরোপকারী ও ত্যাগী ব্যক্তির নাম শোনেননি এমন মানুষ সাহিত্য মহলে দুর্লভ। ইনি ছিলেন সেই নাসিরুদ্দীন যিনি নিজের জীবন, কর্ম ও সাধনাকে সম্পূর্ণরূপে মানবকল্যাণে ব্যয় করে গিয়েছেন। তিনি হাতেম তাই-এর ন্যায় দানবীর ছিলেন না, চেঙ্গিস খান, তৈমুর লঙ্গের ন্যায় বিজেতা ছিলেন না; বরং তিনি ছিলেন হাঙ্গামা সৃষ্টিকারী এক ব্যক্তি, যার হাঙ্গামা পরিচালিত হতো রাজতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে গড়ে ওঠা অগণিত অন্যায়-অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে।তিনি তরবারি নিয়ে রণক্ষেত্রে নামেননি, সাঙ্গোপাঙ্গ নিয়ে ময়দানে নেমে লুটপাট করেননি; বরং তিনি তার তীক্ষ্ণ বুদ্ধিকে এমন সার্থকভাবে প্রয়োগ করেছিলেন, যার পরিণামে রাজতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। তিনি ক্ষুধা-দারিদ্র্য-মানুষদের সাহায্য করেন, অনাথ মানুষদের আশ্রয় দেন।
মুহম্মদ জালালউদ্দীন বিশ্বাস এর অনন্য বইগুলো ডিস্কাউন্টে কিনুন। আজই অর্ডার করে তার চমৎকার লেখাগুলো আপনার সংগ্রহে যুক্ত করুন এবং জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করুন!