যুদ্ধের ভেতরের যুদ্ধ। মুক্তিযুদ্ধের সবচেয়ে অনালােচিত অংশে আলাে ফেলেছেন লেখক এ গ্রন্থে। বাংলাদেশের রাজনৈতিক সাহিত্যে মুক্তিযুদ্ধ নিয়ে বহু গবেষণা হয়েছে। কিন্তু কোথায় covert operationএর শুরু এবং কোথায় যুদ্ধের শেষ সে হদিস সযত্নে আড়াল হয়েছিল এতদিন। একাত্তরের যুদ্ধের শুরু যে কেবল ২৬ মার্চ নয় এবং এ যুদ্ধ যে ১৬ ডিসেম্বর শেষও হয়নি তারই নির্মোহ উপস্থাপন ঘটেছে এখানে। বহুল আলােচিত 'বিজয়’-এর পরও বাংলাদেশ বাহাত্তর থেকে কীভাবে এবং কেন আরেক দফা গৃহযুদ্ধের মধ্যে পড়ে গিয়েছিল এবং তার সঙ্গে যুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতির যােগসূত্র কী- তার ফলই বা কী দাঁড়াল, সেটাই এখানে। খতিয়ে দেখা হয়েছে। বাংলাদেশের রক্তাক্ত প্রথম পাঁচ বছরের পুরােদস্তুর এক পুনর্পাঠ এটা। বিপুল তথ্যরাজিতে যেখানে উঠে এসেছে সমাজতান্ত্রিক উচ্ছাসের আড়ালে সমাজতন্ত্র বিলীন হওয়ার এক দক্ষিণ এশীয় আখ্যান। ‘আনসার বিদ্রোহ’ ও ‘কারা বিদ্রোহ’-এর পর আলতাফ পারভেজ আবারও তাঁর স্বভাবসিদ্ধ ‘কাউন্টার রিপাের্ট নিয়ে হাজির হয়েছেন বিশাল এক ক্যানভাসে। এবার তাঁর তালাশ ‘যুদ্ধের ভেতরের যুদ্ধ নিয়ে। আপাতত তার প্রথম কিস্তি।