এ বইতে নজরুল ইসলামের আটটি অপ্রকাশিত চিঠি প্রকাশিত হল। কয়েকটি চিঠির অংশবিশেষ আমি ‘দিলরুবা’ পত্রিকার নজরুল-সংখ্যায় প্রকাশ করেছিলাম (‘দিলরুবা’, এপ্রিল, ১৯৪৯)। আবদুল কাদির সাহেব সেই অংশবিশেষগুলি তাঁর সম্পাদিত ‘নজরুল-রচনা-সম্ভার’ বইতে ছাপিয়েছেন। এই বইতে সম্পূর্ণ চিঠি ছাপিয়েছি।