ইসলাম এক তবে প্রকাশভঙ্গি ভেদে ভিন্ন ভিন্ন হয়। যেভাবে একই পানি পাত্র ভেদে ভিন্ন ভিন্ন নাম নেয়। এই চিন্তা থেকেই নদীমাতৃক বাংলায় ইসলামের রূপ কেমন তা নিয়েই 'নদীমাতৃক ইসলাম' বই। বইয়ের চিন্তাগুলো বাংলার বাউল ফকির সুফি মুনিঋষিদের থেকেই নেওয়া। তাদের ইসলাম বোঝাপড়াকে লেখক নামকরণ করেছেন 'নদীমাতৃক ইসলাম' নামে।