বাংলা ভাষা ও সাহিত্যের শীর্ষস্থানীয় কবি আল মাহমুদ দীর্ঘ ছয় দশকজুড়ে সাহিত্যের প্রায় প্রতিটি অঙ্গনে বিচরণশীল থেকেছেন। এর মধ্যে চার দশক তাঁর বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকার ছড়িয়ে রয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে। এগুলিকে একত্রিত করে একটি গ্রন্থবদ্ধ করার প্রয়াস থেকেই এই গ্রন্থের জন্ম।
কবির কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রভৃতির মধ্যে তাঁর মননশীলতার প্রকাশ ঘটে। তবে সাক্ষাৎকারগুলির মধ্য দিয়ে সরাসরি তাঁর চিন্তাধারা ও লেখচিত্রের ব্যাখ্যা মেলে। তাই এই গ্রন্থ কবিকে সরাসরি জানার অবকাশ দেবে বলে মনে করা যায়। সেই ভাবনা থেকেই গ্রন্থের সংকলক ও সম্পাদক সরদার আবদুর রহমান ‘অর্ধশত সাক্ষাৎকারে আল মাহমুদ' গ্রন্থটি পাঠকদের হাতে তুলে দিচ্ছেন।