এই গল্প আফ্রিকার গল্প। এটা বনের গল্প। মাশুপা আরনতেম্বি নামের দুই যুবক-যুবতীর গল্প। প্রেমে ভেসে গিয়ে, বিয়ে করে, স্নান করতে লাগল তারা সুখের জোয়ারে। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। আদিবাসীদের টোটেম-সংস্কার (Totem=কুলপ্রতীক) ছিন্নভিন্ন করে দিল তাদের দাম্পত্য জীবন ।
মাশুপা আর নতেম্বির পাশাপাশি এটা পর্তুগিজ আর ইংরেজি দুই শিকারি আর শতাব্দী প্রাচীন দুই হাতির গল্পও বটে।