জ্ঞান অবশ্যপাঠ্য অনুষঙ্গ, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জ্ঞান কঠিনভাবে এর শেকড় বিস্তৃত করছে সমাজ-সংস্কৃতি ও রাজনীতিসহ যাপনের সব সম্পর্কগুলোতে। রাষ্ট্র নিজেও জ্ঞানের কেন্দ্রবিন্দুতে অস্তিত্বশীল ও বাহক।
সাম্প্রতিক দিনগুলোতে জ্ঞান বিশেষত পশ্চিমাদের জ্ঞানবাণিজ্য যে উত্তরৌপনিবেশিক সত্য-মিথ্যা অবয়ব নিয়ে উদ্ভাসিত হচ্ছে তা ভাবিয়ে তুলছে তা নয়, বরং শঙ্কাতাড়িতও করছে। কিন্তু জ্ঞান তত্ত্বায়ন রাষ্ট্র ও সামাজিক ক্ষমতার চেয়ে বেশি; এটা ক্ষমতা অর্জন ও বজায় রাখার একটি পদ্ধতি এবং ক্ষমতার প্রধান ভিত্তি, যেখানে ঔপনিবেশিকতা ও উত্তরৌপনিবেশিকতার উদ্দেশ্যগুলো বাস্তবায়নের অনিবার্য সত্যগুলোর ধারক ও বাহক।