বিপুল আকার আর সীমাহীন বিস্তৃতিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য নদনদী আর
দিগন্ত-উদার প্রান্তরের দেশ পূর্ববাংলা সর্বত্র সমতল অবিকল একটা
মানচিত্রের মতো।
উপাখ্যানে বলে, পুরাকালে একদা অকস্মাৎ দেবতারা
ভীষণ কুপিত হয়ে উঠেন এবং শুরু করে দেন এক রুদ্র তাণ্ডব। তাঁদের
লাঙলের ফলার মুখে গিরি-উপত্যকা, পর্বত-প্রান্তর চিরে ফেঁড়ে চ‚র্ণবিচ‚র্ণ হয়ে
যায়।
এই মহাতাণ্ডবের ফলে হিমালয় থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত বিশাল
অংশটি একটা সমতল ক্ষেত্রে পরিণত হয়।
ঐতিহ্য বাংলাদেশের সর্ববৃহৎ সৃজনশীল প্রকাশনা ।
TRAD/DSCC/299373/2019
Visitior Counter
Delete confirmation message
Dont have an account?