যত না নগর ও নাগরিক জীবনযাপন, তারও বেশি নগরমননের দিকে নিবদ্ধ মঈনুল আহসান সাবেরের চোখ। এই মধ্যবিত্ত কোনও বিপ্লবের জন্মযন্ত্রণা থেকে বেড়ে ওঠেনি; এ মধ্যবিত্ত সমাজ গড়ে উঠেছে আটপৌরে প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌলতে, গ্রাম থেকে অনোন্যপায় হয়ে নগরে এসে। সাবেরের চোখ এই নাগরিক মধ্যবিত্তকে নির্মোহ অবলোকনের চোখ।