জীবনটা শুধুমাত্র সাদা কালো রঙে রং তুলিতে আঁকা ছবি নয়।
জীবনটা হলো সত্যিকার অর্থে রংধনুর সাতটি রঙের মতো বৈচিত্র্যময় গতিময় ধরণির সকল রংয়ের ঐক্যের সমাহার। যার প্রতিটি মুহূর্তই অপ্রত্যাশিত এবং অলৌকিক। আর জীবনটা বড় জটিল জায়গা। এইখানে বেশিরভাগ হিসাবই মেলানো যায় না।