১৯৩৬ সালে বগুড়ার বাগবাড়ি গ্রামে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম। স্কুলের লেখা-পড়া শেষ করে ১৯৫৩ সালে তিনি তদানীন্তন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৫৫ সালে সেপ্টেম্বর মাসে কমিশন লাভকরেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে তিনি ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানির কম্যান্ডার হিসাবে লাহোরের খেমকারান সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধ করেন। ১৯৬৬ সালে তিনি কোয়েটা স্টাফ কলেজ থেকে 'পিএসপি' উপাধিতে ভূষিত হন। ঐ সালে তিনি কাকুলস্থ তদানীন্তন পাকিস্তান সামরিক একাডেমির ইন্সট্রাক্টর নিযুক্ত হন।
১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় তিনি ঢাকার জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার ছিলেন।
জয়দেবপুরের বিক্ষোভকে কেন্দ্র করেই সারাদেশে গণবিক্ষোভের দাবানল জ্বলে ওঠে। জিয়াউর রহমান ১৯৭০ সালে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অসমসাহসী ভূমিকা রাখেন।
১৯৭১ সালের ২৬শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলােেশর স্বাধীনতা ঘোষণা করেন।
স্বাধীনতা যুদ্ধকালে তিনি স্বাধীন বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন সেক্টরে সেনাবাহিনী পরিচালনার দায়িত্বে নিয়োজিত হন এবং দক্ষতা ও সাফল্যের সাথে স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা যুদ্ধে অনন্য কৃতিত্বের ফলশ্রুতি হিসাবে বাংলাদেশ সরকার তাঁকে 'বীর উত্তম' উপাধিতে ভূষিত করেন। স্বাধীনতার পরে ১৯৭২ সালের জুন মাসে তিনি কুমিল্লার একটি ব্রিগেডের কমান্ডার ছিলেন। সেই সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। ১৯৭৫ সালে আগস্ট মাসে তিনি সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন।