জীবনের বাঁকে বাঁকে সময় ঝরে যায় শুকনো পাতার মতো। সময়ের ভাঁজে ভাঁজে জীবনের ঘটনাগুলো স্মৃতি হয়ে লুকিয়ে থাকে। সেই লুকিয়ে থাকা স্মৃতিগুলোই মাঝেমধ্যে উঁকি দেয় মানসপটে। আমরা স্মৃতিকাতর বা স্মৃতিপাথর হয়ে উঠি। স্মৃতি মনে করে কখনো ঠোঁটের কোণে হাসি ফোটে, কখনো-বা চোখের কোণে জল। স্মৃতি কিছুটা সাদা-কালো যুগের বাংলা সিনেমার মতো ফ্যাকাশে হলেও, মনের মমতায় সে প্রাণবান হয়ে ওঠে আমাদের গল্পে গল্পে, আড্ডায় আড্ডায়।
দেওয়ান সালাউদ্দিন বাবুর 'স্মৃতির ঝরা পাতা' বইটি ঠিক এমন ঘটনারই মুখোমুখি করবে পাঠককে। পাঠকের মনে হবে লেখকের সাথে তিনি বসে আছেন গোধূলির বিষণ্ণ প্রহরে কফি হাতে কোনো এক দুর্দান্ত আড্ডায়। বইটি পাঠকমহলে সাদরে গৃহীত হোক।তার এক অপার বিস্ময়। পাঠক যেন আত্মবিস্মৃতির আড়ালে হঠাৎই নিজেকে খুঁজে পায়, প্রতিটি কবিতায়।